Main Menu

কসবায় অপরাধ পত্র’র ’উপদেষ্টা এড.রাশেদুল কাওসার ভইয়া জীবনের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যর প্রতিবাদে প্রতিবাদ সভা

+100%-

কসবা প্রতিনিধি: ব্রা‏‏হ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা প্রেসক্লাবে আইনমন্ত্রীর এপিএস ও পাক্ষিক অপরাধ পত্র পত্রিকার প্রধান উপদেষ্টা এড.রাশেদুল কাওসার ভুঁইয়া জীবনের বিরুদ্ধে কসবা তৃণমূলের নেতা দাবীদার কসবা গোপীনাথপুর গ্রামের বাসিন্দা রাশিদুর রেজা তসলীমের (তসলীমুর রেজা) স্ব ফেইসবুক আইডিতে মিথ্যা বক্তব্যর প্রতিবাদে ১১ জুন রবিবার সকালে এক প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সাংবাদিকরা।
কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও অপরাধ পত্র’র সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালীর সভাপতিত্বে¡ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অপরাধ পত্র’র উপ সম্পাদক পারুলা রশীদ ঢালী, অপরাধ পত্র’র ব্যবস্থাপনা সম্পাদক মো: মনির হোসেন, দৈনিক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আবদুর রহিম মোল্লা, দৈনিক বাংলাদেশ সময় কসবা প্রতিনিধি মোবারক হোসেন চৌধুরী নাছির,অপরাধ পত্র’র সিনিয়র ষ্টাফ রিপোর্টার মো: মনির হোসেন, দৈনিক মুক্তিবাণী কসবা সংবাদদাতা মো: জহিরুল ইসলাম জালাল,দৈনিক সোনালী খবর কসবা সংবাদদাতা গিয়াস উদ্দিন, দৈনিক আজকের হালচাল কসবা প্রতিনিধি মাশিকুর রশীদ,সময়ের পথে কসবা প্রতিনিধি মো: তানভীর আ‏হাম্মদ, দৈনিক আল রাজ কসবা সংবাদদাতা মো: ফায়েজ আহাম্মদ আফ্ররিদী,সাংবাদিক সবুজ আহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন; রাশিদুর রেজা তসলীম রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য নানা ধরণের উদ্ভট কথা বার্তা সামাজিক যোগাযোগ মিডিয়া বাংলাদেশ আওয়ামীলীগ,আইনমন্ত্রী ও তাঁর এপিএস অপরাধ পত্র’র এডভোকেট রাশেদুল কাওসার ভুঁইয়া জীবনের বিরুদ্ধে মনগড়া মিথ্যা বক্তব্য প্রদান করেন।

প্রতিবাদ সভায় বক্তারা মিথ্যা বক্তব্যর তীব্র প্রতিবাদসহ নিন্দা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, মিথ্যা বক্তব্য প্রদান করে বাংলাদেশ আওয়ামীলীগ,আইনমন্ত্রী ও তাঁর এপএিস’র সুনাম নষ্ট করায় তসলীমুর রেজা (৫১) (রাশেদুর রেজা তসলীম) পিতা মৃতু মহারাজ বেপারী,গ্রাম গোপীনাথপুর,কসবার বিরুদ্ধে গত ৫ জুন ২০১৭ইং কসবা থানায় তথ্য প্রযুক্ত আইন ২০০৩ এর ৫৭(ঘ) ধারায় কসবা উপজেলার গোপীনাথপুর ইউপি ছাত্রলীগ সভাপতি মো: আফসার মিয়া ও বায়েক ইউপি ছাত্রলীগের সভাপতি মো: সাদ্দাম হোসেন পৃথক পৃথক ভাবে দুইটি অভিযোগে মামলা রুজু হয়েছে। উক্ত প্রতিবাদ সভায় বক্তারা রাশেদুর রেজা তসলীমের (তসলীমুর রেজাা)র গ্রেফতারের জোর দাবী করা হয়।






Shares