Main Menu

“বাপ মেয়ের ফুলের মুষ্ঠি দিয়ে আত্মা হয়েছে তুষ্টি”

আইনমন্ত্রী চাকুরি দিয়ে বদলে দিল জীবন সংসার

+100%-

কসবা প্রতিনিধি::  একটি সরকারি চাকুরি বদলে দিতে পারে জীবন,সংসার,পরিবারের অভাব অটনের বাস্তব কাহিনী। তেমনি একটি ঘটনা-

৭জুন বৃহম্পতিবার বেলা ৩টায় কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়ের কক্ষে বসা। আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাউছার ভুইয়া জীবনের সাথে কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন,ইব্রাহিমসহ অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত। এমনি সময় হঠাৎ ঢাক ঢোলের শব্দ। হয়তো আমাদের মাঝে কেউ কেউ ভাবছে আসন্ন ফুটবল খেলার কোনো সমর্থিত দলের সমর্থনকারীদের উল্লাস। কিন্তু ঢাক ঢোলের শব্দ আর নেই হঠাৎ পলিথিন ঢাকা এক মুষ্ঠি ফুল আর ফুলের নৌকা হাতে নিয়ে বৃদ্ধ বাবা মেয়ের প্রবেশ। কি ব্যাপার জানতে চাইলে মেয়ের চোখে অশ্রুভেজা কন্ঠে করুণার আওয়াজ “আমার পেটে ভাত ছিল না তার ব্যবস্থা করে দিয়েছেন আমার প্রিয় নেতা মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক এমপি আর আইনমন্ত্রীর এপিএস এই জীবন ভাই”। বাপ মেয়ে ফুলের মুষ্ঠি আর ফুলের নৌকা দিতে পেরে আমাদের আত্মা আজ হয়েছে তুষ্টি । উপস্থিত কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী বলেন ,একেই বলে কৃতজ্ঞতা। যা বাপ মেয়ে আজ আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন। বাপ মেয়ের এই কৃতজ্ঞতা আর তাদের আত্মার তুষ্টি পাওয়ার ঘটনাটি জনমজনম এই পরিবারটিকে এগিয়ে নিবে উন্নয়ন আর অগ্রগতির পথে আমার দৃঢ় বিশ্বাস।






Shares