Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল:: ৩৪৬ বোতল ফেনসিডিল ও৫৬ বোতল হুইস্কি উদ্ধার। সিএনজি আটক

+100%-

bgb29616
প্রেস বিজ্ঞপ্তি:: ২৯ জুন ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ মুকুন্দপুর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ মিকাইল হোসেন এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বিজয়নগর উপজেলার সেজামোড়া এলাকায় দুপুর ২টায় একটি সিএনজিকে তল্লাশীর উদ্দেশ্যে থামার ইঙ্গিত দিলে চালক না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিজিবি সদস্যরা মোটরসাইকেল যোগে পিছু ধাওয়া করলে চালক এবং আরোহী সিএনজিটি রাস্তার পাশে একটি বাড়িতে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঐ সিএনজিটি তল্লাশী করে ৩৪৬ বোতল ফেনসিডিলসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অপরদিকে কসবা উপজেলার চাতুয়াখোলা এলাকায় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে অপর এক অভিযানে রাত ৮টায় ৫৬ বোতল ভারতীয় ব্যাগ পাইপার হুইস্কি আটক করা হয়। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৮,২৪,৪০০/-। তবে এইসব অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


Shares