Main Menu

মাদক ও দুর্নীতি মুক্ত শান্তির কসবা গড়তে চাই — এড.রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি: ‘মাদক ও দুর্নীতি মুক্ত শান্তির কসবা গড়তে চাই’ শুক্রবার সন্ধ্যায় বায়েক ইউপির নয়নপুর তোহাবাজারের মাঠে মাদক ও চোরচালানী নিয়ন্ত্রণ সভায় আইনমন্ত্রীর এপিএস ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাউছার ভুঁইয়া জীবন একথা বলেন। বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ভুইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,সহকারী পুলিশ সুপার আবদুল কমির,কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল,উপজেলা আওয়ামীগের যুগ্ম আহবায়ক এ.জি হাক্কানী,রুহুল আমিন ভুইয়া,সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল হক,সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন,বায়েক কলেজের অধ্যক্ষ আবুল কাশেম,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মনির হোসেন,ফেরদৌস ভুইয়া,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন, এড.শাহজাহান, মফিজ উদ্দিন ও কসবা পৌর সেচ্ছাসেবক লীগৈর আহবায়ক আল আমিন প্রমুখ। আলোচনা সভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আ: বারেক, ছাদেক সরকার, নয়পুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান,অধ্যক্ষ নজরুল ইসলাম,আজাদ বাপ্পী, আ:রশিদ, মুজিবুল হক,জাহিদ,জাহাঙ্গীর আলম,জাতীয় পার্টির নেতা ফুল মিয়া,আল আমিন, বায়েক ছাত্রলীগসভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।

প্রধান বক্তা আরোও বলেন,মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক এমপির আমল থেকে কসবা মাদক,চোরাচালানী ও দুর্নীতি মুক্ত হয়েছে। ব্যাপক রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন হয়েছে,কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সাবেক এমপিদের আমলে মাদকের ছড়াছড়ি ছিল বলে মানুষ কষ্ট পেয়েছে,সমাজ নষ্ট হয়েছে আজ মানুষ শান্তিতে বসবাস করছেন। আমাদের আইনমন্ত্রীর একটা কথা মাদক ও দুর্নীতি চলবে না,সাধারণ জনগণ ক্ষতিগ্রস্থ না হয় তিনি সুদৃষ্টি রেখেছেন। একটি মহল আছে আমাদের বিরুদ্ধে অপ প্রচার চালিয়ে ফেইজ বুকে মিথ্যা কথা বলেন। তাই আমি আপনাদের সবাইকে নিয়ে এর প্রতিবাদ করতে চাই। সবাইকে নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক এমপির নেতৃত্বে এই সমাজটাকে মাদক মুক্ত ও দুর্নীতি মুক্ত শান্তির কসবা গড়তে চাই।






Shares