Main Menu

কসবা আওয়ামী লীগের বর্ধিত সভায় আইনমন্ত্রী আনিসুল হক

বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচনী পক্রিয়া ব্যাহত হবে না

+100%-

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপজেলা মিলনায়তনে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় উপজেলার ৭৭ জন সদস্য অংশ গ্রহণ করেন।
এই সময় উপজেলা চেয়ারম্যান এ্ড.রাশেদুল কাওয়ার ভূইয়া জীবন ও ভাইস চেয়ারম্যান মনির হোসেন এই দুই প্রার্থীর শত শত সমর্থকরা উপজলা পরিষদ চত্বরে ব্যানার,ফ্যাষ্টুন নিয়ে শ্লোগান দিতে থাকেন।
বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করবে না সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন,বিএনপি বাংলাদেশের উন্নয়ন চান না,বাংলাদেশে গণকন্ত্র থাকুক তারা চান না,সেই জন্য তারা কোনো নির্বাচনে অংশ গ্রহণ করতে চান না।জনগণ তাদেরকে চান বলে একটা উসিলা ধরে তারা নির্বাচন বর্জন করার চেষ্টা করছেন। তাতে নির্বাচন পক্রিয়া কোনো ভাবেই ব্যাহক হবে না। গণতন্ত্র ধারাবাহিক চলবে বলে তিনি জানান।

এই সময় বর্ধিত সভায় কসবা উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,এমজি হাক্কানী,এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন,কাজী আজহারুল ইসলাম,কসবা পৌর মেয়র এমান উদ্দিন জুয়েল, সফিকুল ইসলাম রগু,মো: মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।






Shares