Main Menu

নাগরিক দূর্ভোগ দুরীকরণে সম্মলিত ভূমিকা পালন করবে আশুগঞ্জ নাগরিক সমাজ॥

+100%-

নিজস্ব প্রতিবেদক॥ নাগরিক দূর্ভোগ দুরীকরণে ও আশুগঞ্জবাসীর দাবি আদায়ে সম্মলিত ভূমিকা পালন করবে আশুগঞ্জ নাগরিক সমাজ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নে এগিয়ে আসবেন তারা। রবিবার বিকেলে ফেরিঘাটে অবস্থিত হোটেল অহনা ইন্টারন্যাশনালে সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে সংগঠনের নেতৃ-বৃন্দ এ ঘোষনা দেন। অনুষ্ঠানের ইফতার মাহফিলে আশুগঞ্জ নাগরিক সমাজের সভাপতি হাজী মোঃ নাজমুল হোসাইন হামদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা।
অনুষ্ঠানে আশুগঞ্জ নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ইসহাক সুমনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলীয় নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তার, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিছুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন, চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, সাবেক চেয়ারম্যান আইয়ুব খাঁন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহিন শিকদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, আশুগঞ্জ নাগরিক সমাজ সংগঠনের সহ-সভাপতি হুমায়ুন কবীরসহ বিশেষ ব্যাক্তিবর্গ ও সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনির হোসেন বাবুল। ইফতার পূর্বে দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনে সহ-সভাপতি অধ্যক্ষ কাজী মোঃ মহিউদ্দিন মোল্লা। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইমলাম হাবিব, আশিক শিকদার, হাজী মোঃ হাবিবুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক নাছির মুন্সী, মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন ফরহাদ, কার্যকরি সদস্য শুভ চৌধুরী, রুবেল আহমেদ, আবু বক্কর মোল্লা, সোহরাব হোসেনসহ সংগঠনের নেতৃ-বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা সমাজে যে কোন নাগরিক দূভোর্গ ও আশুগঞ্জ বাসীর নানা দাবি আদায়ে এ সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহবান জানান।






Shares