Main Menu

কসবা পৌর যুবদলের যুগ্ম আহবায় বাবুর বহিস্কার প্রত্যাহার করা না হলে দলীয় কার্যালয় তালা দেওয়ার হুমকী

+100%-

কসবা উপজেলা প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা জাতীয়তাবাদী বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাপদক মরহুম ফজলুর রহমান ছোটু মিয়ার সন্তান কসবা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাবুকে কোন কারণ দর্শনো নোটিশ ছাড়াই তাকে আত্মপক্ষ সমর্থন না দিয়ে বহিস্কার করে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে নোটিশ টাঙ্গিয়ে দেওয়ার সংবাদ পাওয়া যায়। বাবুকে বিষয়টি দলীয় সূত্রে অবগত হইয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দেন।

গত ২৫ নভেম্বর শনিবার বিকালে বিএনপির কতিপয় দালালরা অনৈতিক ভাবে বহিস্কারে বিষয়টি প্রতাহারের দাবীতে স্থানীয় নেতারা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন কসবা পুরাতন বাজার বিএনপির কার্যালযের সামনে। বিক্ষোভ সমাবেশে আতাউর রহমান বাবু বলেন, বিএনপি ও যুবদলে দালালমুক্ত না হলে প্রকৃত নেতারা এমনি ভাবে বিনা কারণে বহিস্কার হতে হবে। বহিস্কার যদি প্রত্যাহার না করা হলে দলীয় কার্যালয় তালা দেওয়ার হুমকি প্রদান করেন বিক্ষোভকারীরা । শ্লোগান সাবেক এমপি মুশফিকুর রহমানের নির্দেশেই দালালরা বিএনপি ও সহযোগি সংগঠনে নেতা শূন্য করে দিয়েছেন। আর এই দালালরা টাকা কামানোর জন্য বহিস্কার বাণিজ্য শুরু করেছেন। সমাবেশে এই বাণিজ্য প্রতিরোধে এগিয়ে আসার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ করা হয়। বিক্ষাভকারীরা কসবা আড়াইবাড়ি কদমতুলি থেকে থানা রোডে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন। পরিশেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ ও সমাবেশ শেষে প্রতিবাদ সভাটি সমাপ্ত হয়।






Shares