কসবা পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর কামাল সরকারের নিজ অর্থায়নে ৩শত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ




ওয়ার্ডের কয়েকজন সংবাদ পেয়ে তার বাসভবনে উপস্থিত হওয়ার পর নিজ হাতে অসহায়দের মাঝে ঈদ উপহার তুলে দেন। এই সময় সাবেক পৌর কাউন্সিলরের কামাল সরকারের কন্যা নাভিলা সরকার উপস্থিত ছিলেন। কামাল সরকার সাংবাদিকদেরকে বলেন;করোনা মহামারি থেকে দেশের লোকজনকে আল্লাহ যেন রক্ষা করেন এই প্রার্থনা করছি। যতদিন এই অবস্থা থাকবে ৮নং ওয়ার্ডবাসীর পাশে আমার সামর্থ অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে। তিনি এর আগে উক্ত ওয়ার্ডে অসহায়দের মাঝে ১ম দফায় ৩শত পরিবারকে ৭শত কেজি আটা,২য় দফায় ৩শত পরিবারকে খাদ্য সহয়তা করেছেন বলে জানান।
« কসবা পৌর মেয়রের ঋষিপাড়ায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী প্রদান (পূর্বের সংবাদ)