কসবা পৌরসভার উদ্যোগে ২শত পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান




আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল সদর,খাড়পাড়া,কালিকাপুর,তেতৈইয়া, ইমামপাড়ায় গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন, কসবা পৌরসভার সাবেক মেয়র এড.কে এম আজিজুর রহমান,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,বীর মুক্তিযোদ্ধা এম এইচ শাহআলম ও ওডিপির চেয়ারম্যান আজিজিল হক বাচ্চু প্রমুখ।
« নাসিরনগরে দোকান খোলা ও আড্ডা দেয়ায় ১১ জনকে জরিমানা :: জরিমানার ১ ঘন্টা পর তাদের ত্রাণ সহায়তা প্রদান (পূর্বের সংবাদ)