Main Menu

কসবা থানায় ব্যবহারের জন্য একটি পুলিশ ভ্যান প্রদান করেছেন এ্যামট্রানেট গ্রুপের চেয়ারম্যান বদিউল আলম

+100%-


শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে কসবা থানায় ব্যবহারের জন্য একটি পুলিশ ভ্যান প্রদান করেছেন এ্যামট্রানেট গ্র“প এর চেয়ারম্যান এ কে এম বদিউল আলম (জামাল)। পুলিশ ভ্যানটির চাবি ও কাগজপত্র গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মোঃ মোশাররাফ হোসেন ইকবাল, ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ পিপিএম, কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুারো চীফ ও দৈনিক সরোদ’র সম্পাদক পীযুষ কান্তি আচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ক্রীড়া ও পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খান, সময় টেলিভিশনের ব্যুারো চীফ উজ্জ্বল চক্রবর্তী, দৈনিক একুশে আলো’র বার্তা সম্পাদক আশিকুর রহমান মিঠু, আজিজুল আলম সঞ্চয় প্রমুখ।

পুলিশ ভ্যানটি প্রদানকালে এ্যামট্রানেট গ্র“প এর চেয়ারম্যান এ কে এম বদিউল আলম (জামাল) বলেন, কসবা থানা পুলিশের সুবিধার্থে এই উপহারটুকু দিতে পেরে আমাদের প্রতিষ্ঠান আনন্দিত। ভ্যানটি গ্রহণকারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, প্রশাসনের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তিনি এ সময় এ্যামট্রানেট গ্র“প এর চেয়ারম্যান এ কে এম বদিউল আলম (জামাল) কে জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানান।






Shares