Main Menu

কসবা থানার পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তফা হত্যার পিকআপ চালক এমরান গ্রেফতার

+100%-

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার এস আই গোলাম মোস্তফা গত ১৭ জুন কালামুড়িয়া মহাসড়ক নামক স্থানে দায়িত্ব পালনকালে একটি পিকআপ ভ্যান আঘাত করেন। গোলাম মোস্তফা গুরুত্বর আঘাতে ঘটনাস্থলে নিহত হয়। ঢাকা মেট্রো-ন-১১-৪৫৫৩ এর চালক এমরান পিকআপ ভ্যানটি ফেলে পালিয়ে যায়।

কসবা থানা পুলিশ গোপন সংবাদে ঘাতক পিকআপ ভ্যান চালক এমরানকে চট্রগ্রাম থেকে শনিবার রাতে আটক করেন। তার বাবার নাম নুরুল ইসলাম স্থায়ী গ্রামের বাড়ি সফিপুর বরিশাল। আটকৃত এমরান (১৮) কে আজ জেলাকারাগারে প্রেরণ করেছেন এবং পিকআপ ভ্যানটি ঘটনার দিন আটক করা হয়েছিল বলে কসবা থানা ইনচাজ মো: আলমগীর ভূইয়া সাংবাদিকদেরকে জানান।


Shares