কসবা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত




এতে বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদ আল কাউসার জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ .ম .হারুনুর রশিদ ঢালী, কসবা প্রেসক্লাব সভাপতি আব্দুল হান্নান, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া রঙ্গু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ কবির আহমেদ, মইনপুর সীমান্ত ফাঁড়ির অধিনায়ক সুবেদার মোহাম্মদ পরিম উদ্দিন প্রধান, খাড়েরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ খান, বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর, কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা ফেসবুকে ফেইক আইডির মাধ্যমে অপপ্রচার , মাদক ও ডাকাতি প্রতিরোধে পুলিশকে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য অনুরোধ করা হয়।
সভায় কসবা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার ভূমি হাসিবা খান ,কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তসলিম মিয়াসহ জনপ্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
« বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আশুগঞ্জে শরীফপুরে কম্বল বিতরণ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে মসজিদে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু »