Main Menu

কসবায় শত বছরের রাস্তা নষ্ট করে বাড়ি করার প্রতিবাদে মানববন্ধন

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা উপজেলা প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল মধ্য পাড়ার শত বছরের চলাচলের সরকারি রাস্তা মাটি ভরাট করে বাড়ির করে দখল করার প্রতিবাদে বুধবারা সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামের নারী পুরুষ।

শত বছরের সরকারি রাস্তাটি মাটি দিয়ে ভরাট করে বাড়ী বানানো হলে গ্রামবাসী ও স্কুলের ছাত্র ছাত্রীরা যাতায়ত বন্ধ হয়ে পড়বে বলে বিক্ষোভকারী জানান।

নিমূল দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন আলম ভান্ডারী, আলী মোস্তফা,আক্তার হোসেন,কামাল,স্কুল ছাত্রী দিবি রাণী দাস,সুকুমারী দাস,লবা দাস,ভক্ত দাস প্রমুখ।

মো:জনি আলম পিতা মৃত- সোবা মিয়া,গ্রাম-সিমরাইল গত ২এপ্রিল ২০১৮ইং বিজ্ঞ আদালতের পি-নং-৩৪৭/১৮ ফৌ:কা:বি: আইনের ১৪৪ধারা একই পাড়ার বিবাদী আনোয়ার হোসেন,পিতা-আবদুল হেকিমসহ ৫জনের বিরুদ্ধে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ থাকার পরও  বিবাদীরা আদালতের আইন অমান্য করে রাস্তা ভরাট করার অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এই দিকে সোমবার কসবা থানার এস আই জাকারিয়া বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক নোটিশ প্রদানে উভয় পক্ষকে শান্তি ভঙ্গ না করার নির্দেশ প্রদান করেছেন বলে জানান।






Shares