Main Menu

কসবায় পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি::  পুলিশ সুপার মো:মিজানুর রহমান পিপিএম (বার) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছেড়ে নতুন কর্মস্থলে যাওয়ার প্রাক্কালে কসবা থানা কর্তৃক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৮ এপ্রিল বুধবার বিকালে থানা চত্বরে কসবা থানার দায়িত্বরত ইনচার্জ মো:মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,কসবা উপজেলা চেয়ারম্যান এড, আনিসুল হক ভূইয়া,কসবা-আখাউড়ার সহাকারী পুলিশ সুপার আবদুল করিম,কসবা সহকারি কমিশনার ভূমি জোবাইদা আক্তার, পৌর প্যনাল মেয়র আবু জাহের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,উপজেলা কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সভাপতি মো:সোলেমান খান, বিনাউটি ইউপি চেয়ারম্যান এড.ইকবাল হোসেন,হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দিলীফ কুমার রায় প্রমুখ।

বিদায়ী এসপিকে কসবা উপজেলাবাসীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর মধ্যে কসবা থানা পুলিশ,কসবা উপজেলা পরিষদ,কসবা উপজেলঅ প্রশাসন, কসবা উপজেলা প্রেসক্লাব ও কসবা প্রেসকা¬ব, কসবা পৌরসভা,কসবা উপজেলা ছাত্রলীগ,কসবা উপজেলা সেচ্ছ সেবকলীগ, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটি,কসবা হিন্দু ভক্ত পরিষদ, কুটি ইউনিয়ন আওয়ামী লীগ প্রমুখ সামাজিক ও সাংস্কুতিক সংগঠন।

বক্তারা বলেন; বিদায়ী পুলিশ সুপারের ২বছর ১০ মাসের সকল কর্মকান্ডের ইতিবাচক দিক গুলো তুলে ধরেন। কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিদায় পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম বারকে মঞ্চে তুলে এনে উপস্থিত দর্শকদের হাতে করতালির মধ্য দিয়ে বিদায় শুভেচ্ছা জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো: মনির হোসেন।






Shares