Main Menu

কসবায় পথে পাওয়া দুই শিশুকে পুলিশের কাছে দিলেন সিএনজি চালক

+100%-

কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া কসবায় এক সিএনজি চালক পথে পাওয়া জিয়া ও রায়হান নামের দুই শিশুকে ফিরিয়ে দিলেন পুলিশের কাছে। চট্রগ্রাম থেকে ট্রেনে উঠে আখাউড়া সিএনজি ষ্টেন্ড আসা দুই শিশুকে কান্না করতে দেখে সিএনজি চালক মোশারফ হোসেন সামনে এগিয়ে গিয়ে অবশেষে নিজ বাড়িতে নিয়ে আসেন। দুই শিশুর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতা মাতার ঠিকানা সন্ধান চেয়েছেন। দুই শিশুকে আজ সোমবার দুপুরে কসবা থানা পুলিশের হাতে তুলে দিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ও সিএনজি চালক নিমবাড়ি গ্রামের মোশারফ হোসেন। কসবা থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর ভুইয়া দুই শিশুকে পিতা মাতার কাছে ফিরিয়ে দিতে চেষ্টা করছেন।

দুই শিশুর নাম মো:জিয়াউর রহমান (১২) পিতা-শাহ আলম (বাস চালক),পটিয়া অপর শিশু রায়খান (৯) পিতা সুজন মিয়া (রাজ মিস্ত্রি)বাশখালী,চট্রগ্রাম বলে জানান। এই সময় কসবা পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান ও সাবেক পুলিশ পরিদর্শক তদন্ত জাকির হোসাইন,এস আই রওশন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। কসবা থানা পুলিশের পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া সিএনজি চালক মোশরাফ হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


Shares