Main Menu

কসবায় ট্রাক-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ৪

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে চালকসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছে।

নিহতরা হলো সিএনজি অটোরিক্সা চালক কাউসার আলম (৩৫) ও যাত্রী খুল ইসলাম। বৃহস্পতিবার সকালে এ মহাসড়কের খাড়েরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত যাত্রী সদর হাসপাতালে চিকিৎসাধীন তায়েব মিয়া জানান, তারা ৫ জন কোম্পানীগঞ্জ থেকে সিএনজি অটোরিক্সা নিয়ে ভৈরব যাচ্ছিল। এ সময় কুমিল্লা অভিমুখী পণ্যবাহী একটি ট্রাকের সাথে তাদের সিএনজি অটোরিক্সাটির সংঘর্ষ হলে সিএসজিটি পাশর্^বর্র্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএসজি চালকসহ এক যাত্রী নিহত হয়। পরে স্থানীয়রা আহতেদর উদদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। আহত তিন জনের পরিচয় জানাগছে, তারা হলো কিশোরগঞ্জ জেলার সোহাগ, শরীফ, ও তায়েব।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম জানান, নিহতদের মরেদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কাউসার আলমের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে ও খুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।


Shares