Main Menu

কসবায় জাতীয় বৃক্ষরোপন অভিযান

+100%-

কসবা প্রতিনিধি::  জাতীয় বৃক্ষরোপন অভিযান ২০১৮ইং উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ২৩৭টি প্রতিষ্ঠানে ৫০টি করে মোট ১১হাজার ৮৫০টি চারা বিতরন রোপান করা হয়েছে।

১৮ জুলাই বুধবার সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম চারা রোপন উদ্বোধন করেন। এই সময় কসবা সহকারী কমিশনার ভূমি জোবাইদা আক্তার,কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া, বদিউল আলম সায়েন্স টেকনোলজি কলেজের অধ্যম মো:নজির আহাম্মদ, কসবা মাধ্যমিক কর্মকর্তা আবু জাফর আহাম্মেদ, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢাল,িকসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউছুব ভুইয়া, কসবা উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা রৌন আরা ও উপজেলা বনকর্মকর্তা বলাই চন্দ্র নাহা প্রমুখ উপস্থিত ছিলেন। কসবা মহিলা কলেজ,কসবা পৌর উচ্চ বিদ্যালয়,আড়াইবাড়ি সিনিয়র দাখিল মাদাসা,বদিউল আলম কলেজে জাতীয় বৃক্ষরোপনের মধ্য দিয়ে চারা রোপন ও বিতরন কর্মসূচি যাত্রা শুরু হয়।






Shares