Main Menu

কসবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযপান ও শিশু দিবস পালিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্ম শতবার্ষিকী উদযপান ও শিশু দিবস পালিত হয়েছে। ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।সূর্যোদয়ের সাথে সাথে কদমতুলি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

জাতির জনকের প্রতিকৃতিতে কসবা উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলী, যুবলীগ, ছাগলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধানগণ পুষ্পস্তবক অর্পন করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিকঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওছার ভুইয়া জীবন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দীকি,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম,কসবা থানা আফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,এমজি হাক্কানি,কসবা থানা কমিউনিটি পুলিশিং.কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খানসহ সরকারি বেসরকারি সংগঠনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Shares