Main Menu

কসবায় কে.পি.এল প্রিমিয়ার লীগ ক্রিকেট খেলা উদ্বোধন করলেন সাংবাদিক ঢালী

+100%-

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কে.পি.এল প্রিমিয়ার লীগ ক্রিকেট খেলার উদ্বোধন হয়েছে । আজ শুক্রবার সকালে কসবা সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মীরতলা ফ্রেন্ডশিপ ষ্পুটিং ক্লাব একাদশ বনাম কসবা পৌর শ্রমিক লীগ ক্রিকেট একাদশ ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন; কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ।
তৈতেয়া অংকুরি ক্রিড়া সংঘের আয়োজিত ১৬ দল অংশ গ্রহণে নক আউট খেলা হবে বলে আয়োজকরা জানান।
খেলা উদ্বোধনকালে প্রধান অতিথি খ.ম.হারুনুর রশীদ ঢালী বলেন,ক্রিকেট খেলা আজ তারুণ্যের জয়গান। খেলাধুলায় মাদক মুক্ত সমাজ গড়ার প্রধান হাতিয়ার।এই সময় মো: শাহিদুল খাঁ, সাংবাদিক ইমাম হোসেন রাব্বী, মো: সানি প্রমুখ বক্তব্য রাখেন।