Main Menu

কসবায় করোনা টিকা প্রদান শুরু

+100%-


কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনা প্রতিরোধে  সিনোফার্মের টিকা প্রদান শুরু হয়েছে।
আজ সোমবার দুপুর পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার অরূপ পাল এর উদ্বোধন করেন।এই সময় কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জান ভূইয়া,ডাক্তার অনিক সহ প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় কসবা উপজেলা হাসপাতালে চীনের সিনোফার্ম টিকাদান মধ্য দিয়ে কমসূচী শুরু হয়।

কোভিড-১৯ (সিনোফার্ম) টিকার জন্য কসবা উপজেলা হাসপাতালে নিবন্ধন শুরু হয়। নমুনা প্রদানকারীরা জানান আমার টিকা নিবন্ধন ও গ্রহণে মোটেও বেগ পেতে হয়নি। কোভিড-১৯ টিকার নিবন্ধন ও টিকা গ্রহণ পদ্ধতি খুবই ফলপ্রসূ ছিল। গত ২৮ জুন থেকে ১১জুলাই পযন্ত কসবা উপজেলায় ১১৫জন করোনা শনাক্ত হয়। এর পর থেকে হাসপাতালে নারী পুরুষ করোনা নমুনা পরীক্ষা করাতে ঢল নামতে দেখা যায়।


Shares