Main Menu

কসবায় “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ” শীর্ষক সেমিনার

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ,লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো: আবদুল্লাহ আল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম।

বর্তমান সরকারের জনহিতকর এই কার্যক্রমকে আরো গতিশীল ও সফল করতে জনসচেতনামূলক এই সেমিনারের অংশ গ্রহকারীদের মাঝে ভিডিও ফুটেজ প্রদর্শনসহ বিস্তারিত আলোকপাত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড কমিটির দায়িত্ব সিনিয়র সহকারী জজ মো: আবদুল্লাহ আল আমিন ভুঁইয়া।

সেমিনারে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান,পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক বৃন্দ অংশ গ্রহণ করেন।


Shares