Main Menu

কসবায় আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে প্রচার প্রচারণা শুরু

+100%-


খ. ম. হারুনুর রশিদ ঢালী : : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ৬মার্চ। এই সম্মেলনকে সামনে রেখে,ব্যানার আর ফেসবুকে প্রচার প্রচারণা শুরু করেছে পদ প্রত্যাশীরা। গত ৮ফেব্রুয়ারি আওয়ামীলীগের বিশেষ বর্ধিত অনুষ্ঠিত সভায় সম্মেলন প্রস্তুিত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওছার ভূইয়া জীবনকে আহবায়ক করে দুই সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার সম্মেলনের বিষয়ে ১ম দফায় মনোয়নপত্র,যাবতীয় বিষয়ে বৈঠক করেছেন সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি।

নির্বাচন কমিশন ও সম্মেলন কমিটির আহবায়ক কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওছার ভূইয়া জীবন সাংবাদিকদেরকে এ কথা জানান।

স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ের বৈঠকে সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রাশেদুল কাওছার ভূইয়া জীবন।

অপর দিকে সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী একই গ্রামের দুই বর্ষিয়ান নেতা কাজী আজহারুল ইসলাম ও এমজি হাক্কানী। তারা দুইজনই বিভিন্ন স্থানে ছবি দিয়ে বড় বড় ব্যানারে প্রচার প্রচারণী চালিয়ে সম্মেলনকে চাঙ্গা করতে শুরু করেছেন। অন্য প্রার্থী এড.আনিসুল হক ভুইয়ার ব্যানার চোখে পড়েননি বলে অনেকে অভিমত প্রকাশ করেছেন। সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থীরা বিল্ডিং আর রাস্তায় ঝুলানো ব্যানারে সচেতনমহলের নজর কেড়েছে।

সম্মেলন নির্বাচন কমিশন এই সম্মেলন কে সামনে রেখে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার সেই প্রত্যাশাই করছেন সচেতনমহল।


Shares