Main Menu

কসবায় আইনমন্ত্রীর পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি : উজান থেকে নেমে আসার পাহাড়ি ঢল ও দুই দিনের টানা বষর্ণে কসবা উপজেলার গোপীনাথপুর,বায়েক ও কায়েমপুর বিনাউটি ইউনিয়ন এবং কসবা পৌরএলাকা প্লাবিত হয়েছিল। এসব এলাকার নদ-নদীর পানি বৃদ্ধিতে কয়েক শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ফলে বাড়ি ঘর,ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান, কৃষকের রোপা আমন আউশ ধান, গোয়লের গরু মরাসহ ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ডুবে গেছে গ্রামীণ সড়ক। ভেসে গেছে পুকরের মাছ। ধসে পড়েছে পাহাড় ও পানিতে ডুবে মারা গেছে এক শিশু। গোপীনাথপুর ইউনিয়নের নোয়াগাঁও,জয়নগন,ধজনগর,বাতান বাড়ি, মানক্যমোড়া, সুতারমোড়া, রামপুর, কাজিয়াতুলি, বিঞ্চউড়ি, গানপুর,রাজনগরসহ প্রমুখ নিম্নাঞ্চল প্লাবিত ও নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের লোকজন।গত দুই দিন ধরে ছিল বৃষ্টি। পাহাড়ি ঢলে সিনাই,বিজনা,সালদা নদীর পানি বিপদসীমানা দিয়ে প্লাবিত হয়েছিল। বর্তমানে পানি কিছুটা হ্রাস পেলেও বাড়িতে অনেকেই প্রবেশ করতে পারছেন না।

১৩ আগষ্ট শনিবার সকালে বায়েক ইউনিয়নের মাদলা ও খালদা গ্রামের বন্যা কবলিত নারী পুরুষের মাঝে আইনমন্ত্রীর মন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ,চাইল,চিড়া ও মিটাই বিতরণ করেন আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন। এই সময় বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভুইয়া,সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল হক,ছাত্রলীগ সাবেক নেতা আজমল ও আল আমীন প্রমুখ উপ¯িত’ ছিলেন। অপর দিকে বিকালে গোপীনাথপুর ইউপি কার্যালয়ে ও ধজনগর ও রামপুর বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে আইনমন্ত্রীর ত্রাণ সমাগ্রী বিতরণ করেন গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম এ মান্নান জাহাঙ্গীর। এই সময় গোপীনাথপুর ইউপি সদস্য নবীর হোসেন,বিল্লাল হোসেন,গোপীনাথপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুইয়া,কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন,সাংবাদিকসহ এলাকার আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






Shares