Main Menu

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল শ্রমিকের মৃত্যু

+100%-

রুবেল আহমেদ ॥ কসবায় বিদ্যুতায়িত হয়ে মো.নাজমুল (১৮) নামক এক হোটেল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কসবা পৌর শহরে অবস্থিত ফুড প্যালেস নামে একটি চাইনিজ হোটেলে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাস্থলেই মারা যায় ওই শ্রমিক।

নিহত নাজমুলের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর পূর্বপাড়া গ্রামে । সে ওই গ্রামের মোহাম্মদ সেলিম মিয়ার পুত্র। এ ঘটনায় ফুড প্যালেসে কর্মরত সকল শ্রমিক এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শুক্রবার কসবা থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট ও ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করেছে।
পুলিশ ও হোটেলের অপর কর্মচারী জাকির হোসেন জানান, বৃহস্পতিবার দিনের কাজ শেষে সবাই পরিস্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত। রাত সাড়ে নয়টার দিকে হোটেলের ফ্রিজ পরিস্কার করছিলো নাজমুল । এসময় অসাবধানতাবশত ফ্রিজটি খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় নাজমুল। তাকে রক্ষা করার সময়টুকু আমরা পাইনি। ঘটনাস্থলেই মারা যায় সে।

কসবা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করে তার সুরুতহাল রিপোর্ট ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়না তদন্ত করা হয়েছে। পরে বিকেলে তার বাবার নিকট নামজুলের লাশ হস্তান্তর করা হয়।


Shares