Main Menu

কসবায় ‘জুলাই যোদ্ধা’দের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ

+100%-

জুলাই ২৪ গণঅভ্যুত্থানে আহত কসবার ১১ জন আন্দোলনকারীর মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে কসবা উপজেলা পরিষদ সভাকক্ষে এক আনুষ্ঠানিক ভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রদত্ত এই কার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা এনসিপি নেতা তানভীর ইসলাম শাহীন, উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ, কার্ডপ্রাপ্ত ‘জুলাই যোদ্ধা’ ও তাঁদের অভিভাবকগণ, এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নিতে গিয়ে কসবার একাধিক তরুণ আহত হন। তাঁদের মধ্যে কসবা উপজেলার ১১ জনকে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে। কার্ডধারীরা সরকারি ও নির্ধারিত বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিভিন্ন চিকিৎসা সুবিধা ভোগ করতে পারবেন।






Shares