কসবায় জাল কাগজে ভারতীয় পণ্য চোরাচালান: ডিবির অভিযানে বিপুল মালামাল উদ্ধার, তিন চোরাকারবারি গ্রেফতার




ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কসবা উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্যসহ তিন চোরাকারবারি গ্রেফতার হয়েছে। এ সময় নিলাম সংক্রান্ত জাল কাগজপত্র ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য ও একটি পিকআপ ট্রাক জব্দ করা হয়।
ডিবি সূত্র জানায়, শুক্রবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম কসবা থানাধীন বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিলাম সংক্রান্ত জাল কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে ভারত থেকে আনা পণ্যসহ তিনজনকে আটক করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে— ভারতীয় বাসমতী চাল ৬৬ বস্তা, ভারতীয় তৈরি ফুচকা ৭০৫ কেজি, চোরাচালান কাজে ব্যবহৃত একটি মালবাহী পিকআপ ট্রাক, নিলাম সংক্রান্ত জাল প্রত্যয়নপত্র ২ পাতা।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৩৪ হাজার টাকা। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আল আমিন (৩১), কসবা উপজেলার কুটি জাজিয়ারা গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে মিশু (২৬), কসবা উপজেলার রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে মো. মেহেদী হাসান (১৯),
ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালান ও জাল কাগজপত্র ব্যবহার সংক্রান্ত আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।































