Main Menu

কসবায় গুণীজন সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান

+100%-

জ্ঞান অর্জন করো, জ্ঞান বিতরন করো এটাই সর্বোত্তম কাজ এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গুণীজন সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সৈয়দাবাদ গ্রামের গুণী শিক্ষক মরহুম সফিকুল ইসলাম খান ( মিয়া খা মাষ্টার) স্মৃতি পাঠাগারের উদ্যোগে সৈয়দাবাদ সরকারী আদর্শ মহাবিদ্যালয় হল রুমে এই গুণীজন সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে দুই গুণীজন সৈয়দাবাদ সরকারী আদর্শ মহাবিদ্যালয় প্রতিষ্ঠাতা সৈয়দাবাদ গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম এবি সিদ্দিক ও সৈয়দাবাদ এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মরহুম আবুল কালাম আজাদ শাহজাহান মাষ্টারকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় পাঠাগারের পক্ষ থেকে।

অপরদিকে সৈয়দাবাদ সরকারী আদর্শ মহাবিদ্যালয় ও সৈয়দাবাদ এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের ৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র বিতরন করা হয়। প্রতি মেধাবী শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয় পাঠাগারের পক্ষ থেকে। প্রতি বছরই এই মেধাবৃত্তি ও গুণীজন সম্মাননা প্রদান করা হবে পাঠাগারের পক্ষ থেকে। গুণীজনদের পক্ষে সম্মাননা গ্রহন করেন পরিবারের লোকজন ।

সৈয়দাবাদ সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাশহুদা বেগমের সভাপতিত্বে সম্মাননা ও মেধাবৃত্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দাবাদ গ্রামেরই কৃতি সন্তান ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দিলারা আক্তার খান, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মোঃ খালেদ হোসেন খান, মরহুম সফিকুল ইসলাম খানের পুত্রবধু পাঠাগারের প্রধান উপদেষ্টা হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনে দুইবারের সাবেক সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, মরহুম এবি সিদ্দিক সাহেবের মেয়ে কসবা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মরহুম সফিকুল ইসলাম খান মিয়া মাষ্টারের জৈষ্ঠ পুত্র পাঠাগারের প্রধান পৃষ্টপোষক ও বিশিষ্ট শিল্পপতি মোঃ সাখাওয়াত হোসেন খান।

সৈয়দাবাদ আদর্শ সরকারী মহাবিদ্যালয় প্রভাষক তাজুল ইসলাম হানিফের সঞ্চালনায় মরহুম সফিকুল ইসলাম খান মিয়া খা মাষ্টারের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ কামাল হোসেন, অত্র মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি আলমগীর হোসেন, প্রভাষক শফিকুল ইসলাম, সরকারী আদর্শ মহাবিদ্যালয় ছাত্রলীগ শাখার সাধারন সম্পাদক শ্যামল ভ’ইয়া ও শিক্ষার্থী বরকত উল্লাহ খান সহ অন্যরা। এসময় মহাবিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষার্থী ও গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর সফিকুল ইসলাম খান মিয়া খা মাষ্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ৭১ এর রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে নিহত সৈয়দাবাদ গ্রামের দুই শহীদ বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম খান ও পরেশ চন্দ্র মল্লিককে মরণোত্তর সম্মাননা দেয়া হয়।


Shares