কসবায় কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরন



রুবেল আহমেদ ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও ঔষধি গাছের বিতরন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গণে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরন করা হয়েছে। কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।
সরকারী প্রণোদনায় উৎপাদন বৃ্িদ্ধর লক্ষ্যে বিলুপ্ত প্রায় এসব ফলদ ও ঔষধি গাছের চারা বিনামুল্যে বিতরন করা হয়। এর মধ্যে উপজেলার ২৫০ কৃষকের মাঝে নারিকেল চারা, ৭০ জন কৃষকের মাঝে আমের চারা, ২শ জন কৃষকের মাঝে তালের চারা বিতরন করা হয়েছে। এছাড়াও উপজেলার ৭৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর ১২শ কৃষক পরিবারের শিক্ষার্থীর মাঝে এবং আশ্রয়ন প্রকল্পের ৫শ পরিবারের মাঝে ঔষধি গাছ নিম ও ফলদ গাছ বেল, জাম, ও কাঁঠালের চারা বিতরন করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরে লেবুর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামুল্যে শতাধিক কৃষকের মাঝে লেবুর চারা ও জৈব সার বিতরন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগমের সভাপতিত্বে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা তাপসী রাবেয়া, কসবা প্রেসক্লাব্ সভাপতি আবুল খায়ের স্বপন প্রমুখ। এসময় উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তাগন, উপকারভোগী কৃষক-কৃষাণী, শিক্ষক-শিক্ষার্থীগন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন