Main Menu

কসবায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ছাইদুর রহমান স্বপনের সমর্থনে প্রস্তুুতি সভা

+100%-

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ ছাইদুর রহমান স্বপনের সমর্থনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নে অবস্থিত কসবা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে বিশাল এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান স্বপনের নিজ গ্রাম কুটি থেকে কুটি ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহাম্মদের নেতৃত্বে মোটরসাইকেল, মাইক্রোবাস ও মিনি ট্রাক নিয়ে এক বিশাল বহর মিছিল নিয়ে বের হয়। বহরটিতে কয়েকশত মোটরসাইকেল ও সমর্থকরা অংশগ্রহন করেন। বহরটি কসবা শহরে এসে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে বহরটি কসবা শহর থেকে বের হয়ে কসবা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে প্রস্তুতি সভায় সমবেত হয়। কায়েমপুর ইউনিয়নের শত শত নারী ও পুুরুষ সমর্থকরা এসে উপস্থিত হন প্রস্তুতি সভায়। সমর্থকদের উচ্ছাস ও মিছিলে পরিপুর্ণতা পায় প্রস্তুতি সমাবেশ।

কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি কাজী এমদাদ’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কসবা-আখাউড়া চেয়ারম্যান ফোরাম সভাপতি, কসবা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, কুটি ইউপি চেয়ারম্যান এবং কসবা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ছাইদুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি কাজী মোঃ আজহারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম সরকার, কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইকতিয়ার আলম রনি, বিনাউটি ইউপি চেয়ারম্যান বেদন খান, গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বায়েক ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মানিক, খাড়েরা ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদ খান ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এমরান খান সহ অন্যরা। এসময় উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীগন এবং কুটি ইউনিয়নের দলীয় নেতাকর্মীগনও উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় কায়েমপুর ইউনিয়ন পরিষদ সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুগলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তাগন বিপুল ভোটে ছাইদুর রহমান স্বপনকে বিজয়ী করার আশ্বাস প্রদান করেন।


Shares