Main Menu

ঈদুল আযহা উপলক্ষে কসবায় ‘নিরাপদ চালক চাই’ লিফলেট বিতরণ

+100%-

কসবা প্রতিনিধি:: নিরাপদ চালক চাই-নিরাপদে বাড়ি যাই এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা স্বাধীনতা চত্বরে সচেতনমূল সমাবেশ ও লিফলেট বিতরন আয়োজন করেছেন নিরাপদ চালক চাই সামাজিক সংগঠন।
আজ শনিবার বিকালে সংগঠনের সভাপতি আজাদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম।
নিরাপদ চালক চাই সচেতনমূল সমাবেশে বক্তব্য রাখেন,আড়াইবাড়ি দরবার শরীফের পীরজাদা গোলাম সারোয়ার সাঈদী,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা থানার এস আই আশরাফ কামাল মিয়া, প্রভাষক জয়নাল আবেদীন,্ একে আজাদ বাপ্পী প্রমুখ।
বক্তারা ঈদুল আযহা উপলক্ষে সড়ক দূঘঁটনা রোধে নিরাপত চাকলকের মাধ্যমে নিরাপদে যাত্রীরা বাড়িতে যেতে পাওে চালকদের প্রতি অনুরোধ রাখেন।
পরিশেষে নিরাপদ চালক চাই বিভিন্ন যানবাহকের চালকদেও হাতে লিফলেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।


Shares