Main Menu

আন্তজার্তিক আদালতের আদেশে রোহিঙ্গা প্রত্যাবর্তনের পথ অনেকটাই সুগম হবে- আইন মন্ত্রী

+100%-

আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন; রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক আদালত যে রায় দিয়েছে এতে রোহিঙ্গাদের দেশে প্রত্যাবর্তনের পথ মিয়ানমার খুব শিঘ্রই খোলে দিবে। আমাদের বিশ্বাস মিয়ানমার আন্তর্জাতিক আদালতের দেয়া রায় মেনে নেবে। শুক্রবার দুপুরে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কসবা উপজেলা সমিতি ঢাকার আয়োজনে শিক্ষা প্রকল্প বৃওি প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামীলীগ দেওলিয়া হয়নি। দেওলিয়া হলে বিএনপি হয়েছে। তারা সাজাপ্রাপ্ত। এতিমের টাকা চুরি করেছে। তারা খুনি, অথচ বিএনপি নেতারা নেতা বদলাতে পারেনা। আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেন।

সমিতির সভাপতি প্রকৌশলী কবীর আহমেদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি আইনমন্ত্রী ২০১৯-২০২০ ইং শিক্ষা প্রকল্পের মাধ্যমে ২৫৬জন শিক্ষার্থী ও ২৭ জন শিক্ষককে ৫হাজার করে টাকাসহ বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভূইয়া জীবন।আইনমন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার,অতিরিক্ত সচিব তাজুল ইসলাম,কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম,সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গগীর হোসেন,কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন,কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন, কসবা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভূইয়া,আলহাজ্ব সেলিম মাস্টার,এড.আনোয়ার হোসেন জাহিদ ভূইয়া, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভূইয়া রগুু প্রমুখসহ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক,শিক্ষক,যুবলীগ,ছাত্রলীগ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন






Shares