Main Menu

আখাউড়ায় মাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ সৈয়দ আহম্মেদ গেছু দারাজ (র.) প্রকাশ কল্লাহ শহীদ (রঃ) মাজার শরীফ পরিচালনা কমিটির নির্বাচন শুক্রবার মাজার শরীফ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ২৩ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির ২১ জন সাধারণ সদস্য নির্বাচনে গোপন ভোটে ১৫ জন সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ৬ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন দোলোয়ার হোসেন খাদেম, নুরুল আমিন খাদেম, আপু খাদেম, মোবাশ্বের খাদেম, নুরুল হক খাদেম, ইকতিয়ার খাদেম, আবুল কালাম খাদেম, রোস্তম কামরান খাদেম, এরশাদ খাদেম, হাসান খান খাদেম, পৈলন খান খাদেম, আওয়াল খান খাদেম, সাত্তার খাদেম, কামরুল খাদেম, দুলাল খাদেম। এর আগে রফিকুল হক খাদেম, রুহুল আমিন খাদেম, মোজাম্মেল খাদেম, কাজী নাছির উদ্দিন খাদেম, কাজী শরীফ খাদেম ও কাজী হান্নান খাদেম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। বিকাল চারটায় ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার  ও আখাউড়া উপজেলা নির্বাহীূ অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. বশিরুল হক ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাম্মাদ হোসেন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ খোরশেদ আলম প্রমূখ।   
উল্লেখ্য পদাধিকার বলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ওই কমিটির সভাপতি ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার সহ সভাপতির দায়িত্বে নিয়োজিত থাকেন।






Shares