Main Menu

আখাউড়ায় ৫ ফল বিক্রেতাকে জরিমানা

+100%-


সংবাদদাতা : আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফলে ফরমালিন পাওয়ায় ৫ ফল বিক্রেতাকে ২০ হাজার টাকা  জরিমানা করা হয়েছে। এবং ফল বিক্রেতার নামে ৫টি মামলা দায়ের করা হয়েছে। বিপুল পরিমাণ ফরমালিন যুক্ত ফল  ও খেজুর ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকালে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. খুরশিদ শাহরিয়র পৌরশহরের সড়ক বাজারে ফলের দোকান ও আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. খুরশিদ শাহরিয়র বলেন সবচেয়ে বেশি খেজুরে ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে। যে সব ফলে ফরমালিন পাওয়া গেছে সেসব ফল ধ্বংস করা হয়েছে। এখন থেকে নিয়মিত প্রতি সপ্তাহে এ অভিযান পরিচালনা করা হবে।






Shares