Main Menu

আখাউড়ায় রেললাইন প্রকল্পের জমি অধিগ্রহনের প্রতিবাদে মানবন্ধন

+100%-

প্রতিনিধি : ঢাকা-আগরতলা রেললাইন প্রকল্প বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে জমি অধিগ্রহনের প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে মনিয়ন্দ ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা অভিযোগ করে বলেন, প্রকল্পটির নাম দেওয়া হয়েছে আখাউড়া-গঙ্গাসাগর-আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্প। অথচ অদৃশ্য কারনে গঙ্গাসাগর এলাকা থেকে দুই কিলোমিটার দূরে মনিয়ন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায় জমি অধিগ্রহনের চেষ্টা চলছে।
মানববন্ধন চলাকালে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব বলেন, মনিয়ন্দ ইউনিয়নের উপর দিয়ে রেললাইন হলে অন্তত ১০-১৫ গ্রামের মানুষ ক্ষতিগ্রস্থ হবে। অথচ আখাউড়ার আজমপুর কিংবা কসবা রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হলে বাংলাদেশের জমির কম ক্ষতি হবে। 






Shares