Main Menu

আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলিম মাদরাসা শিক-কর্মচারীদের প্রতিবাদে অবশেষে নতুন ভারপ্রাপ্ত অধ্য নিয়োগ

+100%-
প্রতিনিধি : শিক-কর্মচারীদের প্রতিবাদের মুখে অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলীম মাদ্রাসার পূর্বের ভারপ্রাপ্ত অধ্যরে নিয়োগ বাতিল করে নতুন ভারপ্রাপ্ত অধ্য নিয়োগ দেওয়া হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির এক জরুরী সভায় গত বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। পুরাতন ভারপ্রাপ্ত অধ্য নার্গিস বেগমকে সরিয়ে মো. নাসির উদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যরে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সভায় সাবেক ভারপ্রাপ্ত অধ্যরে স্বামী কামাল উদ্দিনের বিরুদ্ধে অবৈধভাবে মাদরাসা পরিচালনা কমিটির সদস্য হয়ে শিক-কর্মচারীদের সাথে দুর্বব্যবহারের অভিযোগ প্রমানিত হওয়ায় তার সদস্য পদও বাতিল করে মো. শাহ আলম ভূইয়াকে সদস্য পদে কো-অপ্ট করা হয়েছে।
জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্য মাওলানা মো. জামিলুল হক খান অবসরে যান। মাদরাসা পরিচালনা কমিটি অধ্যরে শূণ্য পদে ১১ জন শিকের জৈষ্ঠতা লঙ্ঘন করে কনিষ্ঠ সহকারী শিক নার্গিস বেগমকে ভারপ্রাপ্ত অধ্যরে দায়িত্ব প্রদান করে। এতে ওই মাদরাসার শিক-কর্মচারী ও শিার্থীদের মাঝে ােভের সঞ্চার হয়। এসব ঘটনায় ক্ষুব্ধ মাদরাসার শিক-কর্মচারীরা ভারপ্রাপ্ত অধ্যরে অব্যাহতি ও তার স্বামীর অসদাচরণের প্রতিকার চেয়ে গত ৯ এপ্রিল পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদন করেন। আবেদনের অনুলিপি মাদরাসা বোর্ডের চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশসকসহ সংশিষ্ট কর্তৃপরে বরাবরে পাঠানো হয়। শিক কর্মচারীদের আবেদনের প্রেক্ষিত মাদরাসা পরিচালনা কমিটি এসব সিদ্ধান্ত নেয়।





Shares