Main Menu

আখাউড়ায় শিশুর লাশ উদ্ধার

+100%-


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর এক বাকপ্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জাঙ্গাল গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃতের নাম নাহিদুল ইসলাম-(৬)। সে ওই গ্রামের ডালিম মিয়ার পুত্র।
মৃতের পরিবারের লোকজন জানান, গত বুধবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হয় নাহিদুল ইসলাম। সারা দিন খোঁজা খুঁজির পর তাকে না পেয়ে সন্ধ্যায় থানায় জিডি করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভেসে উঠলে লোকজন পুলিশে খবর দেয়। পরে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়।
এ ব্যাপারে আখাউড়া থানার এস.আই কাঞ্চন কান্তি দাস বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


Shares