চালককে বেঁধে অটোরিক্সা ছিনতাই
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
আখাউড়ায় চালককে বেঁধে সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় জনগন অটোরিক্সা চালক ও যাত্রীকে উদ্ধার করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও অটোরিক্সা চালকদের সূত্রে জানা গেছে, হারবাল কম্পানির মালামাল নিয়ে পৌর এলাকার দেবগ্রামের সজল খানের অটোরিক্সা নিয়ে চালক এবং কম্পানির এক ব্যক্তি রুটি এলাকায় যান। এ সময় পাঁচ-ছয়জন ব্যক্তি মিলে চালক নাঈম ও কম্পানির লোককে বেঁধে অটোরিক্সাটি ছিনিয়ে নেয়। |
« নবীনগরে জামাত শিবিরের ৩৩ জনকে আসামি করে মামলা। গ্রেপ্তার ২ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিএনপির বিক্ষোভ মিছিল বিকেলে »