Main Menu

শাহবাগের গণ জাগরনের প্রতি একাত্মতা প্রকাশ করবে ত্রিপুরাবাসী

+100%-
প্রতিনিধি : শাহবাগের গনজাগরনের ঢেউ এবার দেশ ছেড়ে গড়াচ্ছে বিদেশেও।  বুধবার শাহবাগের গণজাগরণের প্রতি একাত্মতা প্রকাশ করবে ভারতের ত্রিপুরা রাজ্যের মানুষ। এ উপলক্ষে  বুধবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের নো-ম্যানল্যান্ডে ত্রিপুরার রাজ্যের দৈনিক আজকের ফরিয়াদ, বাংলাদেশের আখাউড়ার প্রজন্ম মঞ্চ, প্রেসকাব ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে মোমবাতি প্রজ্জলন, আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান সফলে গত দু’দিন ধরে সীমান্তে দু’দেশের আয়োজকদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে।  মঙ্গলবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুলসহ আখাউড়ার সাংবাদিকরা। বৈঠকে জানানো হয়, ত্রিপুরার একাধিক মন্ত্রী ও বিধায়ক এ  আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাহবাগের গণজাগরণের প্রতি সংহতি জানাবেন।
গত সোমবার বিকেলে আখাউড়া স্থলবন্দরের নো-ম্যানল্যান্ডে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-অধিকর্তা কুমার সিংহা ও প্রোগ্রাম অফিসারের সাথে এনিয়ে বৈঠক করেন বাংলাদেশের আখাউড়ার পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম ভূইয়া এবং পরিচালক মোঃ মনির হোসেন, আখাউড়া রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, ত্রিপুরা রাজ্যের দৈনিক আজকের ফরিয়াদের গনু ধর, সৈকত ব্যানার্জি, শুভ্রজিৎ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান আয়োজনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাকসুদুল আলম, সিএন্ডএফ এজেন্ট ও আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষেও নো-ম্যানসল্যান্ডে ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি অধিদপ্তরের উদ্যোগে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হবে। পরে ত্রিপুরার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন, সাহিত্য একাডেমী, আখাউড়ার সীমান্ত সংস্কৃতি পরিষদের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত হবে। বাংলাদেশ অংশে স্টল দিবে আখাউড়ার প্রেসকাব। এছাড়া ওপারেও স্টল বসানো হবে।
উদ্যোক্তাদের অন্যতম তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোঃ মনির হোসেন ও ত্রিপুরার সংস্কৃতি কর্মী শুভ্রজিত ভট্টাচার্য জানান, অনুষ্ঠান সফলে সব প্রস্তুতিই সম্পন্ন হয়েছে। সবাইকে অনুষ্ঠানে আসার আহবান জানিয়েছেন তাঁরা।





Shares