Main Menu

শাহ্ ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন দুরন্ত আখাউড়া

+100%-

প্রতিবেদক : কুমারপাড়া রেলওয়ে কলোনী একাদশ-কে ৭০ রানে হারিয়ে ‘শাহ্ ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্টে’র চ্যাম্পিয়ন হয়েছে দুরন্ত আখাউড়া। গত শুক্রবার আখাউড়া উপজেলার তারাগন খেলার মাঠে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এড. মো: শাহ আলম এম.পি।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও শাহ্ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছাত্রনেতা সৈয়দ আমিনুল ইসলাম সাজী’র পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব:) জহিরুল হক খান বীর প্রতিক, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার বশিরুল হক ভূঁইয়া, অফিসার ইন-চার্জ মো: মিজানুর রহমান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো: বাহার মিয়া।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি এড. মাহবুবুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, সহ-ক্রীড়া সম্পাদক সৈয়দ মো: মহসিন, মুক্তিযোদ্ধা সৈয়দ জমশিদ শাহ্, সমাজ সেবক সৈয়দ আনোয়ার হোসেন, সৈয়দ জগলুল আজিজ, আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: নাছির মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শাখাওয়াত হোসেন নয়ন, যুবরাজ শাহ্ রাসেল, সৈয়দ তানজিল শাহ্, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী খায়রুল ইসলাম মুন্না, যুবনেতা সৈয়দ মাইনুল ইসলাম জুটন, সৈয়দ শাহিদুজ্জামান শাহ্ বাবু, সৈয়দ তানভীরুল ইসলাম, সৈয়দ মাজহারুল ইসলাম প্রমুখ।

ফাইনালে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন দুরন্ত আখাউড়া দলের খেলোয়ার মো: মাসুক ও টুর্নামেন্ট সেরা পুরস্কার জিতেন একই দলের অধিনায়ক সৈয়দ মুর্তজা নাহীল অতুল। রানার-আপ কুমারপাড়া রেলওয়ে কলোনী একাদশ পায় ১৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন ও টুর্নামেন্ট বিজয়ী দুরন্ত আখাউড়া জিতে নেয় ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন।






Shares