Main Menu

ঢাকায় নিখোঁজ আখাউড়ার ব্যবসায়ির তিন সপ্তায়ও সন্ধ্যান মেলেনি

+100%-

মাসুক হৃদয় : ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ি বাদল চৌধুরীর সন্ধান গত তিন সপ্তায়ও মেলেনি। গত ৮ এপ্রিল ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তাকে আটক করে নিয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ব্যবসায়ি বাদল জীবিত নাকি হত্যার শিকার হয়েছেন এ তথ্যটিও জানতে পারছে না তার পরিবার।
গত রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবে বাদল চৌধুরীর পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনে নিখোঁজ বাদল চৌধুরীর স্ত্রী মমতাজ বেগম লিখিত বক্তব্যে জানান, আখাউড়া পৌর শহরের সড়ক বাজারের নিপা ইলেক্ট্রনিক্স এর মালিক বাদল চৌধুরী তার ভগ্নিপতি আব্দুর রশিদকে নিয়ে ব্যবসায়িক কাজে গত ৮ এপ্রিল ঢাকায় যান। ওই দিন ট্রেন যোগে বাড়িতে ফেরার জন্য বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসার পর হঠাৎ একদল লোক বাদল চৌধুরীর চোখ মুখ বেঁধে আটক করে নিয়ে যায়। এ সময় তার ভগ্নিপতি আব্দুর রশিদ ওই লোকদের পিছু নিয়ে স্টেশন চত্বরের বাইরে এসে দেখতে পান র‌্যাব-১ লেখা একটি গাড়িতে করে বাদল চৌধুরীকে তুলে নেয়া হয়েছে। তারপর গাড়িটি দ্রুত চলে যায়। পরে তার পরিবারের পক্ষ থেকে র‌্যাব-১ এর কার্যালয়ে একাধিক বার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন।






Shares