Main Menu

স্বপন চক্রবর্তীর মৃত্যুতে আইনমন্ত্রী, মেয়র ও বিভিন্ন সংগঠনের শোক

+100%-

রক্তদাতা সংগঠন আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তীর পিতা পৌর শহরের রাধানগর বাসিন্দা সাবেক সরকারি চাকুরে শ্রী স্বপন কুমার চক্রবর্তীর মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

মন্ত্রী এক শোকাবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আখাউড়া পৌরসভার মেয়র ও আখাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ তাকজিল খলিফা কাজল। তিনি বিকেলে আখাউড়া শান্তীবন মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া উপস্থিত হয়ে পরিবারকে সমবেদনা জানান।

এছাড়া আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাচিক শিল্পী মো: মনির হোসেন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মানিক মিয়া, সাধারণ সম্পাদক হান্নান খাদেম, আখাউড়া রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল মমিন বাবুল, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন মামুন,আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, আখাউড়া স্থলবন্দরের আমদানি রফতানি কারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: সফিকুল ইসলাম, মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান এম.এ মুতিন, ব্রাহ্মণবাড়িয়া তিতাস আবৃত্তি সংগঠন, সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ, অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ, গণ মানুষের সংগঠন হিসেবে পরিচিত আত্মীয় এবং কেন্দ্রীয় মন্দির রাধামাধব আখড়া পরিচালনা কমিটি তাঁর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

সোমবার সকাল ৭.৪০ মিনিটে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ছাড়াও সজল চক্রবর্তী, সমীর চক্রবর্তী নামে দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।






Shares