Main Menu

শুক্রবার খড়মপুরে বার্ষিক সুন্নী সমাবেশ

+100%-


ইমাম হায়াত বলেছেন, “ঈমানিয়াত তথা সর্ব বাতিল থেকে পবিত্র হয়ে দয়াময় আল্লাহ্তাআলার সম্পর্কের মূল এবং সত্য ও মানবতার উৎস একমাত্র প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হয়ে যাওয়া এবং ইনসানিয়াত তথা বাতিল জালিম অপশক্তির বিনাশী গ্রাস থেকে জীবন ও মানবতার সুরক্ষায় সত্য ও মানবতা ভিত্তিক সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলাই মহান আওলিয়া কেরামের শিক্ষা”। আখাউড়া খড়মপুর হযরত শাহপীর কল্লা শহীদ (রঃ) মাজার শরীফ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আগামীকাল ২৪ ফেব্র“য়ারী শুক্রবার বাদ আছর থেকে খড়মপুর হযরত শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ ওরফে শাহ পীর কল্লা শহীদ (রঃ) স্মরণে মাজার শরীফ প্রাঙ্গণে রাতব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশাল বার্ষিক সুন্নী সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমান থাকবেন পবিত্র বোখারী শরীফের অনুবাদক, তফসিরে মাশাহেদুল ঈমানের প্রণেতা, ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস, পীরে হাক্কানী ওলীয়ে রাব্বানী ইমামে আহলে সুন্নাত আল্লামা ছৈয়দ ছাইফুর রহমান নিজামী শাহ। মাহফিলে প্রধান বক্তা থাকবেন বিশ্ব সুন্নী আন্দোলন এর প্রতিষ্ঠাতা এবং আহলে সুন্নাতের নির্দেশিত জীবন ব্যবস্থার মানসিক রূপরেখা খেলাফতে ইনসানিয়াত তথা সর্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা ও মুক্ত মানবতার অখন্ড বিশ্ব ব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। সুন্নী সমাবেশে সম্মানিত বিশেষ বক্তাবৃন্দের মধ্যে রয়েছেন: পীর আল্লামা সৈয়দ জাহান শাহ, পীরে তরিকত ইসলামিক ফাউন্ডেশন এর গভর্ণর আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল্লামা ডঃ আতাউর রহমান মিয়াজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল্লামা ডাঃ সৈয়দ আব্দুল্লাহ্ আল মারুফ, ঢাকা হাক্কানী আঞ্জুমান হেলালীয়া দরবার শরীফের পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী, কুতুবখালী দারুল হাবীব জামেয়া ইসলামিয়ার পীরে তরিকত আল্লামা তাজুল ইসলাম চাঁদপুরী, ঢাকা জাতীয় ইমাম সমিতির মহাসচিব পীরে তরিকত আল্লামা আলমগীর হোসাইন যুক্তিবাদী, এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক আল্লামা ডঃ নুরুন্নবী। সমাবেশে বিশিষ্ট পীর আলেম শিক্ষাবিদ ও সুন্নী নেতৃবৃন্দ অংশ নেবেন। এতে সকলেই আমন্ত্রিত।(প্রেস বিজ্ঞপ্তি)






Shares