Main Menu

মেধাবী ও দরিদ্র ছাত্র আহসান উল্লাহ সবুজ ক্যাম্পাসে ফিরতে ও বাঁচতে চায়

+100%-

সাদ্দাম হোসাইন,আখাউড়া প্রতিনিধিঃ শিক্ষাজীবনের প্রতিটি স্থানে মেধার স্বাক্ষর রাখা আহসান উল্লাহর বাবা-মা স্বপ্ন দেখেন তাদের ছেলে বড় হয়ে দেশ ও জাতির সেবা করবে। আজকে এই সময়ে আহসান উল্লাহ থাকার কথা ছিলো বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গন আমোদাবাদ হাই স্কুলে। তথা বন্ধুদের আড্ডায় । কিন্তু বাধ সেধেছে অজানা এক বিরল রোগে। নিয়তি তাকে নিয়ে যায় হাসপাতালের বেডে।

ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ হাই স্কুলের ৭ম শ্রেণীর মেধাবী ছাত্র আহসান উল্লাহ (১১) এক বিরল রোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার অভাবে এখন মৃত্যুশয্যায় জীবন অতিবাহিত করছে।

আহসান উল্লাহ ব্রাক্ষণবাড়িয়া জেলার,আখাউড়া উপজেলার অন্তর্গত আমোদাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবলা থেকেই স্বল্পভাষী মেধাবী এ ছেলেটি খড়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায়-২০১৬ সালে জিপিএ-৫ পেয়ে আমোদাবাদ হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়।

আমোদাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী মোঃ তারেক জানান, আহসান উল্লাহর মত একজন  মেধাবী ছাত্রের যেন অকালে বিনা চিকিৎসায় ঝরে না যায় সেজন্য সমাজের সকলকে এগিয়ে এসে যথাসাধ্য সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ জানান।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আখাউড়া উপজেলার শাখার সাংগঠনিক স¤পাদক মনিরুল ইসলাম বলেন, আমোদাবাদ হাই স্কুলের অত্যন্ত মেধাবী ও ভদ্র ছেলে আহসান উল্লাহ । তার ব্যয়বহুল চিকিৎসার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

আহসান উল্লাহর এক স্কুল সহপাঠী মো তানবীর আহমেদ বলেন, ষষ্ঠ শ্রেণীতে আমার রোল ০১ আর আহসান উল্লাহর রোল হচ্ছে ০২, আমরা সবাই পরিক্ষা দিচ্ছি কিন্ত সে পারতেছে না। সে অনেক ভাল একজন সহপাঠি আমাদের আমরা আল্লাহর কাছে দোয়া করি সে যেন আমাদের মাঝে আবার ফিরে আসে ।

ইতিমধ্যেই আহসান উল্লাহর চিকিৎসা করাতে গিয়ে তার বাবা আখাউড়া খড়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন সর্বশান্ত হয়ে গেছে। যে কারণে আহসান উল্লাহর বাবা-মা সমাজের সংসদ সদস্য, জেলা প্রশাসনের ব্যক্তিরা, জনপ্রতিনিধি, দেশের দানশীল ব্যক্তিরা ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। আহসান উল্লাহ ফিরে পাবে কি স্বাভাবিক জীবনের গতি? পূরণ হবে কি বেঁচে থাকার আকুল আর্তনাদ। সকলের আর্থিক সাহায্য সহযোগিতায় ৭ম শ্রেণির ছাত্র আহসান উল্লাহ সুস্থ হয়ে বেঁচে থাকবে। আসুন আমরা সকলে মিলে আহসান উল্লাহকে বাঁচাতে সহযোগীতার হাত বাড়িয়ে দেই।

সাহায্য পাঠানোর ঠিকানা : ইকবাল হোসেন, একাউন্ট নম্বর: ১৪০১০০২০০৩৪২৮, সোনালী ব্যাংক,
আখাউড়া শাখা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। প্রয়োজনে মোবাইল(বাবা) : ০১৭১৩৬০১৫৫৩






Shares