Main Menu

নানা আয়োজনে আখাউড়া মুক্ত দিবস পালিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রোববার আখাউড়া মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও আমরা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা স্থানীয় মুক্তিযোদ্ধারা সাথে নিয়ে উপজেলা স্মৃতি সৌধ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা স্থানীয় ডাকঘরের সামনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ডের পতাকা উত্তোলন করেন।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভ্ইূয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর এ আলম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সৈয়দ জামসেদ শাহ্, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবা উল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো: রসুল আহমেদ নিজামী ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাখাওয়াত হোসেন স্বাধীন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১সনের ৬ ডিসেম্বর আখাউড়া হানাদার মুক্ত হয়।






Shares