Main Menu

২০১৭ সনে এসএসসি পরীক্ষায় আখাউড়া উপজেলার ফলাফলে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের ক্ষোভ প্রকাশ

আখাউড়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

+100%-

রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯শে মে)সকালে পৌরশহরের দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো: রেজওয়ানুর রহমান।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামছুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো: আসাদুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: কফিল উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২০১৭ সনে এসএসসি পরীক্ষায় আখাউড়া উপজেলার ফলাফল খুবই হতাশাজনক।’ আগামী বছর ফলাফল ভালো করার জন্য তিনি ছাত্রছাত্রীর বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাকে পাঠদানে আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্রছাত্রীকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়ায় কারণে ব্যাপক ফল বিপর্যয় ঘটেছে। এজন্য আগামীতে এসএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের ফরম পূরণের সুযোগ দেয়া যাবে না।’

এসময় কয়েকজন প্রধান শিক্ষক বলেন, ‘ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় প্রভাবশালীদের চাপে পড়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের ফরম পূরণ করতে দিতে হয়েছে। যার প্রভাব পড়েছে ফলাফলে।’

উল্লেখ্য, ২০১৭ সনে আখাউাড়া উপজেলার ১হাজার ৯শ’ ৭১ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৯শ ১৮জন ছাত্র-ছাত্রী পাশ করেছে। গড় পাশের হার ৪৭ দশমিক ৪৯। জিপিএ-৫ পেয়েছে ২০ জন।

অনুষ্ঠানে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসার প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সভাপতি, অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।






Shares