Main Menu

আখাউড়ায় বন্দুকযুদ্ধে পাঁচ মামলার আসামী মাদক ব্যবসায়ী বদু নিহত

+100%-

ছবি প্রতিকী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জালাল উদ্দিন বদু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার নুরপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবি, বদুর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানো ও মাদক ব্যবসার অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হন।

আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার জানান, বদু বেশ কিছুদিন যাবত এলাকা ছেড়ে ভারতে পালিয়ে ছিলেন। শুক্রবার এলাকায় আসলে লোকজন তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সন্ধ্যায় পুলিশে হেফাজতে জিজ্ঞাসাবাদে বদু কিছু তথ্য দেয়। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে বের হলে নুরপুর এলাকায় পুলিশের উপর হামলা হয়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। এ সময় বদুকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






Shares