Main Menu

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে হাত হারালো শিশু, বাবা-মায়ের খোঁজ মেলেনি, সহযোগিতা প্রয়োজন

+100%-
mde

হাসপাতালে মূমুর্ষ শিশুটি

ঢাকা-চট্টগ্রাম রেলরুটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে এক শিশুর হাত কাটা পড়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটি তার মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাকে জেলা সদর হাসপাতাের সার্জরী বিভগে রাখা হয়েছে। তবে তার বাবা মায়ের খোঁজ না পাওয়ায় হাসপাতালে অসহায় জীবন-যাপন করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধারণা করা হচ্ছে-বিকেলে নয়াদিল এলাকায় শিশুটি চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যায়। এতে ট্রেনের নিচে ওই শিশুর ডান হাত কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জেলা সদর হাসপাতালে পাঠায়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর জানান, শিশুটির বয়স আট থেকে দশ বছর হবে। তার ডান হাতের কনুই পর্যন্ত কেটে আলাদা হয়ে গেছে। মাথায়ও মারাত্মক আঘাত পেয়েছে।

পাঠক আপনারা কেউ যদি সহযোগিতা করতে চান তাহলে সদর হাসপাতালের সার্জারি বিভাগে যোগাযোগ করুন।






Shares