Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন:: ধরখারে ৯৬ বোতল হুইস্কি সহ সিএনজি আটক

+100%-

26-5-2016প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ২৬ জুন ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া উপজেলার ধরখার নামক স্থানে অভিযান পরিচালনাকালে তল্লাশীর উদ্দেশ্যে ০১টি সিএনজি চালিত অটোরিক্সাকে থামার জন্য ইঙ্গিত দিলে চালক না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি সদস্যরা পিছু ধাওয়া করলে চালক এবং আরোহী অটোরিক্সাটি ফেলে দ্রুত পালিয়ে গেলে তা তল্লাশী করে ৯৬ বোতল ভারতীয় হুইস্কিসহ অটোরিক্সাটি আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


Shares