Main Menu

সেপ্ঢেম্বরে আগরতলা-আখাউরা রেল প্রকল্পে জমি হস্তান্তর, কাজ শুরু শীঘ্রই : ভারতীয় গনমাধ্যম

+100%-

আগামী সেপ্ঢেম্বর মাসেই আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে রেল লাইন নির্র্মণের জন্য জমি রেল দফতরের হাতে তুলে দিতে চলেছে রাজ্য সরকার৷ এর আগে চলতি মাসেই ২০ তারিখ থেকে জমির মালিকদের জমই বাবদ অর্থ দেওয়া শুরু হবে৷ ২৫ আগস্টের মধ্যে সম্পন্ন হবে এই কাজ৷ পশ্চিম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আন্তর্র্জতিক এই রেল পথের জন্য যে জমি অধিগ্রহণ করা হবে তা আগেই চিহ্ণিত করা হয়েছে৷ এখন জমি অধিগ্রহণ করে আর্থ মিটিয়ে দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে তা হস্তান্তর করা হবে৷ গত ২৮ জুলাই বাধারঘাট তহশিল অফিসে আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়৷ ৩১ জুলাই বাধারঘাট মৌজা ও চারিপাড়া মৌজায় জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে৷ এই প্রকল্পে দুই দেশের সমীক্ষা অনুযায়ী ত্রিপুরার দিকে পাঁচ কিলোমিটার রেললাইনের জন্য জমি অধিগ্রহণ হয়েছে৷ সে অনুযায়ী আগরতলারেল স্টেশন থেকে সিদ্ধিআশ্রম শ্মশান, মাতৃপল্লি, চারিপাড়া, নিশ্চিতপুর হয়ে বাংলাদেশ ঢুকবে লাইন৷ ত্রিপুরার দিকে পাঁচ কিলোমিটার লাইন নির্র্মণের ব্যয় ধরা হয়েচে ৫৮০ কোটি টাকা৷ এর সবচাই কেন্দ্র সরকার বহন করতে চলেছে৷

এদিকে, রাজধানী এক্সপ্রেস চালানোর বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জোর তৎপরতা শুরু করে দিয়েছে৷ এর সবটাই কেন্দ্র সরকার বহন করতে চলেছে৷ এদিকে, রাজধানী এক্সপ্রেস চালানোর বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জোর তৎপরতা শুরু করে দিয়েছে৷ ১৫ আগস্টকে লক্ষমাত্রা নিয়ে শুরু করে দিয়েছে সীমান্ত রেলওয়ে৷ আগামী দুই একদিনের মধ্যে উচ্চপদস্থ আধিকারিকরা রাজ্যে আসছেন কাজের তদারকির বিষয়ে৷ সমস্ত কিছু ঠিক থাকলে ১৫ আগস্ট থেকে চলবে রাজধানী এক্সপ্রেস৷






Shares