Main Menu

মেয়র পদে তাকজিল খলিফা কাজলের সমর্থনে ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

+100%-

Mayor Pic_03.12.15আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ আখাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল-কে সমর্থন দিয়েছে উপজেলা ছাত্রলীগ। গত ২৮ নভেম্বর সংগঠনের অস্থায়ী কার্য্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ্’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভার আয়োজক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আমিনুল ইসলাম সাজী। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাখাওয়াত হোসেন নয়ন, সহ-সভাপতি শামীম মোল্লা, ফজলে রাব্বি, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সৈয়দ যুবরাজ শাহ্ রাসেল, ইয়ামিন আহামেদ, সাংগঠনিক সম্পাদক শাহনে শাহ্, নাজমুল হাসান তানভির, শেখ আশিকুর রহমান নাঈম, সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহাবউদ্দিন বেগ শাপলু, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী খায়রুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রঞ্জু খাদেম, সাংগঠনিক সম্পদাক জুয়েল, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শাকিলুজ্জামান লিয়ন, আখাউড়া রেলওয়ে জংশন ছাত্রলীগের সভাপতি তারেক, সাধারণ সম্পাদক রাব্বি, সাংগঠনিক সম্পাদক রাকিব, ধরখার ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কাইয়ূম, মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহবুব ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ। সভার আয়োজক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আমিনুল ইসলাম সাজী তার আহ্বানে উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আসন্ন পৌর নির্বাচনে তাকজিল খলিফা কাজল-কে সমর্থন দেয়ায় সংশ্লিষ্ট সকল ছাত্রনেতাদের ধন্যবাদ জানান।
সভায় সৈয়দ আমিনুল ইসলাম সাজী-কে আহ্বায়ক করে ২৯ সদস্যের ছাত্রলীগের পৌর নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। এছাড়াও ৯টি ওয়ার্ডে ছাত্রলীগের উদ্যোগে নির্বাচনী সমাবেশ করার সিদ্বান্ত গৃহীত হয়। সভা শেষ করে ঐদিন’ই নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য কসবায় স্থানীয় সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সাথে সৌজন্য সাক্ষাত করে ছাত্রলীগের সমর্থন পত্রটি মন্ত্রীর হাতে পৌছে দেন।

ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্রলীগের নির্বাচনী সভাঃ-

ছাত্রলীগের পৌর নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্বাচনী সভা অনুষ্ঠিত হচ্ছে। ধারাবাহিক কর্মসূচী’র অংশ হিসেবে ২৯ নভেম্বর ৬নং ওয়ার্ড, ৩০ নভেম্বর ৩নং ওয়ার্ড, ১’লা ডিসেম্বর ৫নং ওয়ার্ড, ২’রা ডিসেম্বর ৯নং ওয়ার্ড, ৪ ডিসেম্বর ১ ও ২নং ওয়ার্ড, ৫ ডিসেম্বর ৫ ও ৭ নং ওয়ার্ডে ছাত্রলীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হচ্ছে। সবগুলো সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন, ছাত্রলীগের পৌর নির্বাচন পরিচালনা কমিটি’র আহ্বায়ক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আমিনুল ইসলাম সাজী। এছাড়া সভাগুলোতে উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, জংশন ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও সংশ্লিষ্ট ওয়ার্ড ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাকজিল খলিফা কাজল-কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।প্রেস রিলিজ






Shares